মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

মোঃ সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক মোঃ সোহেল হোসেন,দৈনিক আমারজমিন পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজার এলাকায়।

সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা করা করা হয়েছিলো। এ ঘটনায় সাংবাদিক সোহেল হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আসামিরা হলেন-সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন।

সাংবাদিক সোহেল হোসেন বলে আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদ গায়ে যাই সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে।তাদের উপর্য্যপরি হামলায় চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।পরে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেস্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর