মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু-এমপি টিটু।

মোঃ আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃ / ২৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে মামুদনগর ২নং ও ৩নং ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজিত মতবিনিময় সভা থেকে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

মামুদনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শেখ লেবু মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগ সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

উল্লেখ্য ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা,এই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর