সে উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মৃত শহর আলী শেখ’র পুত্র।
৪ জুন মঙ্গলবার রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় দীর্ঘ দিনের পলাতক আসামি জামাল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, জামাল শেখ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির দুইটি মামলা আসামি। সে দীর্ঘ দিন পলাতক ছিল। কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।