বগুড়ার শাজাহানপুরে আড়াই মণ (১’শ কেজি) গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন পিকআপ ভ্যান চালক জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী গ্রামের মৃত-আব্দুল মোতালেব হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন(৩৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত আবুল খাইয়েরের ছেলে মোঃ শ্রাবণ আহমেদ(২১) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মীবাজার এলাকার পালটালবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৬)।
এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক মোঃ আবির হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঈদের পরের দিন শুক্রবার (৩০ জুন)গভীর রাতে বগুড়ার শাজাহানপুর ঢাক-বগুড়া মহাসড়কের বেতগাড়ী পুরাতন জামে মসজিদের সামনে কোরবানির গরুর চামড়া বোঝাই পিক-আপে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় প্লাস্টিক বস্তায় মোড়ানো (১’শ কেজি) আড়াই মণ গাঁজা,৭০ পিচ কোরবানি গরুর চামড়া ও পিক-আপটি জব্দ করা হয়।
তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে গরুর চামড়া বোঝাই নীল রং এর একটি পিক-আপে গাঁজার বড় চালান বগুড়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক রাজিউর রহমানের নির্দেশনায় অধিদপ্তরের কয়েক জন সদস্য নিয়ে বেতগাড়ী জামে মসজিদের সামনে অবস্থান নেই। রাত সোয়া ১ টার সময় গরুর চামড়া বোঝাই নীল রং এর পিক-আপটি আমাদের নাজরে আসা মাত্র বেরিকেট দিয়ে মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শনিবার সকালে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।