এ সময় টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য গণমাধ্যমকর্মীদের বলেন,আমি সবসময় আমার জন্মস্থান গয়হাটায় ঈদ উদযাপন করতে পছন্দ করি। এবারও আমি পরিবারসহ এলাকায় ঈদ উৎসব পালন করেছি।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগরপুর ও দেলদুয়ারবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এমপি টিটু আরও বলেন, এই আনন্দঘন মুহুর্ত উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
টাঙ্গাইল-৬,(নাগরপুর-দেলদুয়ার)উপজেলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা থাকলে ঈদের আগে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেননি সে-ই সাথে ২ টি উপজেলায় একমাত্র স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় ব্যতীত কেউই ঈদের নামাজ আদায় করেন নি।
উল্লেখ, আহসানুল ইসলাম টিটু ১১ ডিসেম্বর ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নয়াপারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম গোলাম ফাতেমা তাহেরা খানম। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ব্যাংককের অ্যাজাম্পসন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও যুক্তরাষ্ট্রের পিটসবার্গ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।