সিরাজগঞ্জের রায়গঞ্জে নূরমহল বেগম(৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পানায়গাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী।
জানা যায় নূরমহল স্বামী সন্তান নিয়ে রায়গঞ্জ সদরে ভাড়া বাসায় দীর্ঘদিন হলো বসবাস করছিলেন। ২৬ জুন সোমবার সন্ধার দিকে নিজ বাড়িতে রওনা হওয়ার আগমুহূর্তে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।ঘটনার এক পর্যায় মঙ্গলবার ২৭ জুন দুপুরে পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছে সাথে নূরমহলের লাশ ঝুলে থাকতে দেখা যায়।পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেন রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছের সাথে গৃহবধূর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেন।পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।