মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রানা ভট্টাচার্য্য (৩১) নামের এক ব্যক্তিকে বাংলাদেশ রেলওয়ের ৭৬টি টিকেটসহ গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়াম র্যাব-৯’র সদস্যরা।
সোমবার ২৬ জুন ২০২৩ ইং, সকালে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব -৯ এর সিনিয়র মিডিয়া অফিসার এএসপি আল আমিন বলেন, রবিবার রাতে শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রানা ভট্টাচার্য্য (৩১), তিনি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামের বাসিন্দা বলে জানান।
এএসপি আল আমিন বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে রেলওয়ের টিকেট কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট কেটে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল টেলিফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে এবং পরে তা চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে।
তিনি আরও বলেন, এসব কালোবাজারিদের গ্রেপ্তারে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল। “দীর্ঘদিন ধরে এরকম একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভাড়াউড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন তারিখের ৭৬টি টিকেটসহ রানা ভট্টাচার্য্যকে আটক করা হয়। সেইসঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু টাকাও জব্দ করা হয়েছে।
একজন যাত্রী, জাতীয় পরিচয়পত্র-এনআইডি/জন্মনিবন্ধন নম্বর দিয়ে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। ট্রেন ভ্রমণের সময় যাত্রীকে জাতীয় পরিচয়পত্র-এনআইডি/জন্মনিবন্ধন প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে বলে তিনি জানান।
Post Views: 243