শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

বাগেরহাটের রামপালে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে সার ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়েছে।
২৫ জুন রবিবার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম,  উপজেলা কৃষি অফিসার অলিউল ইসলামসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ  উপস্থিত ছিলেন।
এসময় ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে নারিকেল চারা, ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের ধান বীজ, ৭০ জন কৃষককে আমন হাইব্রিড ২ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর