ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক যায়যায় দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন
রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আহাম্মেদ হোসেন বিপ্লব, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক ঠিকাদার আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব।
স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক বিজয় রায়, সমাজসেবক মোকাররম হোসাইন, সহকারি শিক্ষক মনির হোসেন টিপু, তারেক রহমান প্রমুখ।
বস্তনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।