মঙ্গলবার ৩০ মে বেলা ১২ টার সময় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট সমূহ রাজস্ব আয়- ৩৮০৯৪৭৪,
উন্নয়ন আয়- ৩৬৫৯০০০০, মোট আয়- ৪০৩৯৯৪৭৪ টাকা। রাজস্ব ব্যয়- ৩৫৩৪১০৮, উন্নয়ন ব্যয়- ৩৬৫৯০০০০, মোট ব্যয় – ৪০১২৪১০৮ টাকা, উদ্বৃত্ত- ২৭৫৩৬৬ টাকা।
উক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মাহমুদ, মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাবেক ইউপি সদস্য শাহাজাদা, ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পি, ইউপি সদস্য আঃ সালাম, আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার নাজমা বেগম, সাইফুল ইসলাম, রাশেল, জালাল, শহিদুর প্রমুখ। বক্তারা উন্মুক্ত বাজেট সভায় অংশ গ্রহণ করতে পারায়, চেয়ারম্যান আজিজুর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাব রাখেন।
চেয়ারম্যান আজিজুর রহমান বলেন- ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুযায়ী ডাংধরা ইউনিয়নের অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো কাজ গুলো করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে বেশ কিছু এলাকার রাস্তা, ঘাট, কালভার্ট সহ বেশ কিছু কাজ হাতে নিয়েছি, যা অতিশীঘ্রই সম্পন্ন হবে। আগামীতে করবো ইনশাল্লাহ।