বাগেরহাটের মোংলায় ড্রেজার মেশিনে বালু উত্তলনের কাজ করার সময় বজ্রপাতে এনামুল শেখ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন ও মিলন শেখ (২২) গুরুতর আহত হয়েছেন । ২৭ মে শনিবার দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে যে, মোংলা
উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ মেঘনা সিমেন্ট ফ্যাক্টারী’র বিপরীতে গ্রামে বালু ভরাটের কাজ করাকালীন সময়ে তারা বজ্রপাতে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ বাজারের বে-সরকারি চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস। নিহত এনামুল সেখ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত শেখ’র পুত্র এবং আহত মিলন শেখ মোংলা উপজেলার গোয়ালের মাঠ এলাকার মোঃ রেজাউল শেখ’র পুত্র। নিহত এনামুল শেখ’র মরদেহ বর্তমানে চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন সাংবাদিকদের জানান, এ ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Post Views: 96