‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’এই প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎ চন্দ্র প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নামজারি, অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরে উপজেলার আট ইউনিয়নের পাঁচ ভূমি অফিসের আওতায় ৫ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সমুহে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পদস্থ কর্মকর্তা সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, ও গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।