শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : রবিবার, ২১ মে, ২০২৩

কৃষক আতাউর ও তোফাজ্জল তার পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের দলীয় লোকজন শনিবার সকালে কাঁচি নিয়ে হাজির হলেন জমিতে।
শনিবার (২০ মে) দুপুরে উপজেলার রাউত নগর রাজশাইয়া পাড়ার বয়ডার ব্রীজের পাশে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
এসময় কৃষক আতাউর রহমান ও তোফাজ্জুল ইসলামের প্রায় এক একর জমির ধান কেটে   বাসায় পৌছে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা।
ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগ নেতা শেখ রফিকুল ইসলাম সিজার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু ওয়ালিউর রহমান বাবু ও মাসুদ রানা পলক। এছাড়াও রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় আ.লীগ নেতা আনিসুর রহমান বাকী, রফিউল ইসলাম ভিপিসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী ধান কাটায় অংশ গ্রহণ করেন।
এসময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।
কৃষক আতাউর বলেন, জমিতে ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার কৃষক লীগের নেতাকর্মীরা ধান কাটছেন। তাদের দেখে আমি অবাক হই।
উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী বলেন, ‘আমাদের কৃষক বান্ধব সরকারের কৃষি ও কৃষকের প্রতি যে তার আন্তরিকতা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এ উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এবং কৃষকের পাশে আছি।
পৌরসভাসহ ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর