রাজশাহীর বাঘায় পদ্মায় গোসল করতে গিয়ে লাবনী খাতুন (৮) নামের এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় পদ্মা নদীর আতারপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। লাবনী খাতুন পদ্মার মধ্যে আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লাবনী খাতুন চাচাত ভাই-বোনদের সাথে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর আতারপাড়া ঘাটে গোসল করতে নামে। কিছুক্ষণ পর লাবনী ডুবে যায়। বিষয়টি বাড়িতে জানানোর পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
রোববার দুপুর ২ পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। নৌকা নিয়ে স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেও নদীতে স্রোতের কারণে তার সন্ধান মেলাতে পারেনি।