রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

নিজের কাছে এন্ড্রয়েড মোবাইল রাখার অপরাধে মাদ্রাসা পরিক্ষার্থী বহিষ্কার।

মোঃ ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধিঃ / ১৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করার দায়ে ১ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ(৩০ এপ্রিল) রবিবার প্রথম পরিক্ষায় উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার চরআমখাওয়া  ইউনিয়নের সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থী সবুজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মনজুরুল ইসলাম (রোল ২৯৯৭৯৯)
জানা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মোখলেছুর রহমান কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে স্মার্ট ফোনে কথা বলার সময়  হাতেনাতে ধরেন।
পরে বিধিমোতাবেক কেন্দ্র সচিব তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষার হলে নকল/মোবাইল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর