বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার(এম.পি)-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল সকাল সাড়ে দশটার সময় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর হোসেন,রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান হাসান জামু, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, বিগত ৭ই এপ্রিল বাগেরহাট জেলা আওয়ামী লীগের জনৈক এক নেতা বেসরকারি টিভি চ্যানেল DBC টেলিভিশনের ইলেকশন এক্সপ্রেস নামক একটি অনুষ্ঠানের স্বাক্ষাৎকারে তিনি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তি কারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতি আহবান জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ)মোতাহার রহমান,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার,রাজনগর ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন,উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান,ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমিন,রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল,অধ্যাপক (অবঃ)মোঃ আকবর আলী,বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন,বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্সসহ উপজেলা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।