প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির ইফতারী রান্না শুরু করেন। রান্না করা অবস্থায় বাড়ির বাইরে যায় তিনি। এ সময় রান্না ঘরে আগুন লেগে যায়। পরে ৪ চালা শয়নঘর ও গরুর ঘরে আগুন লাগে। এতে গোয়ালে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও ৩টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মন্টু আলী। পরে পাশে রাহেমার বাড়িতে আগুন ধরে। তার দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন দাবি করেন তিনি ।
এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা ৩টি ছাগল পুড়ে মারা গেছে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়ের উদ্দিন লাভলু উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করেন।