রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় গ্রেফতার-১।

রিপোটারের / ১৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় গ্রেফতার করা হয়েছে জীবন রায় নামের এক হিন্দু যুবককে। ৮ মার্চ ( রবিবার) সন্ধ্যায় যুবকের নিজ বাড়ি থেকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করে।

জানা যায়, রিদয় আহম্মেদ শান্ত নামের এক যুবক তার ফেসবুকে বিকট আওয়াজ টা হচ্ছে না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে জীবন রায় নামের সেই যুবক কমেন্ট বক্সে পোস্ট করে ভুল কুরআন। যুবক ভুল কুরআন কমেন্ট করায় তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ নিয়ে পবিত্র রমজান মাসে মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ডিমলা থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক যুবককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, ফেসবুকে মুসলমাদের পবিত্র ধর্ম গ্রন্থ্য কুরআন শরীফ নিয়ে কমেন্ট করায় জীবন রায় নামের সেই যুবককে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত যুবক ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত বিশ্বদেব রায়ের পুত্র।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) বিশ্বদেব রায় জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর