বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ফসল এবং রোপা আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘা, রাজশাহী এর আয়োজন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার গ্রাম পর্যায়ে ৫শ ৫০ জন প্রত্যেকে ৫ কেজি উফসী আউশ বীজ ১০ কেজি ড্রাই এমোনিয়াম ফসফেট( ডিএপি) ১০ কেজি মিউরেট অব পটাস (এমওপি) বিতরণ করা হয়। সেই সাথে উপজেলার ২ হাজার ৩২০ জন কৃষকের মাঝে উন্নতমানের ১ কেজি পাটবীজ সরবরাহ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী বিদ্যুত অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সবীর কুমার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী প্রমুখ।
Post Views: 129