ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সভাপতি ইয়াহয়া সাঈীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শফিউল আলমের সঞ্চালনায় দ্বি-বার্ষিক থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ টায় এই এবি মিলনায়তন উত্তর ঝাপুয়া সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার শাখার সেক্রেটারি এ, আর এম ফরিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী শাখার প্রধান উপদেষ্টা -মাওলানা ইসমাঈল নজিব সাহেব।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজ দেশের সাধারণ নাগরিক সরকারের কাছে জিম্মি। সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। এবং যারা নতুন নেতৃত্বে আসবেন তারা আগামীর নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন ; স্বাধীনতা অর্জনের মূল প্রতিপাদ্য ছিলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা।
তিনি আরো বলেন মরহুম পীর সাহেব চরমোনাই যখন চট্টগ্রাম আসেন তিনি প্রশ্ন করেছিলেন বলেছিলেন আপনার মৃত্যুর পর কি সংগঠন থাকবে, উত্তরে মরহুম পীর সাহেব (রহ) বলেন এই সংগঠন যদি রবের কাছে কবুল হয় অবশ্যই থাকবে আর যদি কবুল না হয় সংগঠন বিলুপ্ত হয়ে যাবে।
দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২১-২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মাওলানা ইয়াহয়া সাঈদ , সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফয়জুল্লাহ সাকি ও সেক্রেটারি মাওলানা সাহাব উদ্দিন সাহেব।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মহেশখালী উত্তর শাখার যুব আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ইমরানুল হক, ওলামা আইম্মা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সহ থানার থানার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দু,।
ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহেশখালী শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম আহমদ শোয়াইব, মহেশখালী উত্তরের সভাপতি করিম উল্লাহ সহ প্রমুখ।