বাগেরহাট জেলার রামপালে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০.০০ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণি সম্পদ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক জয়দেব কুমার সিংহ, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।
প্রদর্শনী অনুষ্ঠান শেষে বছরের শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালনের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা সকল খামারিদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।