নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টায় দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে মানববন্ধন করেছে পূর্ব ছাতনাই ইউনিয়নের প্রাথমিক শিক্ষা পরিবার ও সুশিল সমাজ। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ছাতনাই কলোনী বাজারে আঃ মালেকের বিরুদ্ধে মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখের তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, আ,লীগ নেতা আব্দুস সাত্তার বুলু, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আব্দুল লতিফ মিন্টু প্রধান শিক্ষক ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ স্থানীয় জনসাধারন ও ছাত্র/ছাত্রীগন । পঞ্চম শ্রেনীর ভুক্তভোগী ছাত্রী তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য ঐ শিক্ষার্থী নিজ বাড়ী হইতে বিদ্যালয়ে যায়। আত্মীয় পরিচয় দিয়ে বিদ্যালয় হইতে ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে আঃ মালেক তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে যৌন নিপীড়নের চেষ্টা করেন ।
সে সময় ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার চেচামেচি করলে আঃ মালেক পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী কান্নাকাটি করে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে ঘটনাটি জানাইলে বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায় ।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ঘটনার পর আব্দুল মালেকের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে ডিমলা থানার পুলিশ পরিদর্শক সংবাদকর্মীদের জানান, এ সংক্রান্ত বিষয়ে ডিমলা থানায় একটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।