রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৫.০০ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের খুলনা-মোংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে যে, মোংলা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার আসে হঠাৎ বাবুর বাড়ি এলাকায় আসলে গাড়ির ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখানে থাকা কয়েকজন পথচারীর গায়ে গাড়ি উঠে যায়। সেখানেই হুড়কা ইউনিয়নের ভেকটমারী গ্রামের মৃত পীযুষ কুমার মন্ডল’র পুত্র ভূষন মন্ডল(৫৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং বাকী তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন খুলনা যাওয়ার পথিমধ্যে উপজেলার উজলকুড় ইউনিয়নের কদমদী গ্রামের মোকলেচ শেখ’র পুত্র মোঃ জিল্লুর রহমান(৬০) মৃত্যুবরণ করেন।
এ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে পুলিশ রামপাল থানায় এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় রামপাল থানা পুলিশ পরিবারের কাছে লাশের দাফন ও সৎকার করার জন্য নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী আহত দুইজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে এবং সেখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারিরীক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
Post Views: 188