শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।

রিপোটারের / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রম্নয়ারী শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরম্নমে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টু- ৪৫) প্রকল্পের বাস্ত্মবায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মনিরম্নজ্জামান মনি। এ ক্যাম্পে প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়ালিউল হাসনাত সজীব,বগুড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক, সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ এনামুল হাসান,,যশোর অভি হিয়ারিং সেন্টারের অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী, ডিআইডি -টু- ৪৫প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেন,জিইউকের বাস্ত্মবায়নকৃত ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান,মিল অফিসার অরবিন্দু বর্মণ সহ কর্মরত স্টাফবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর