বাগেরহাটের রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.০০ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নিজাম উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আঃ মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন।
অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ মোঃ মনজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোঃ মোতাহার রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন কে সভাপতি ও বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বেলাল হোসেন কে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।