রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

তাড়াশে প্রতিবন্ধী পরিবারে আনন্দের অশ্রম্ন।

রিপোটারের / ১৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের চার প্রতিবন্ধীর সংসারে ২ মাসের খাবার নিশ্চিত হলো এক স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে। ৬ ফেব্রম্নয়ারী সোমবার উপজেলার তালম ইউনিয়নের কলামুলা গ্রামের বিপিন কর্মকারের পরিবারের ৪জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ( একজন নিখোঁজ) ২ মাসের বাজার পৌছে দেয় ভিলেজ ভিশন বাংলাদেশ।

জানা গেছে, বিপিন কর্মকার বয়সের ভারে নূয়ে পড়া জীবন- জীবিকার তাগিদে শেষ বয়সে রানীরহাট বাজারে ঝাড়ুদারের কাজ করে সামান্য কিছু অর্থ ও আলু বেগুন শাকসবজ্বী সংগ্রহ করে পাঁচ জনের সংসার চালাতো। বিপিন কর্মকারের স্ত্রী বিশাকা রানী (৬০) এই বয়সে প্রতিবন্ধী তিন সন্ত্মানকে নিয়ে সংসারের সকল কাজ সামলানো তাঁর জন্য দূরহ কাজ। এ নিয়ে পত্র পত্রিকায় লেখা লেখি হলে প্রতিবন্ধী এই পরিবারের দুর্দশা লাঘবের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার সিরাজগঞ্জের সুখ পাখি নামক এক সামাজিক সংগঠনকে জানান। ওই সংগঠনের কর্মকর্তা হালিমা তুজ সাদিয়া ওই প্রতিবন্ধী পরিবারের ভিডিও পোস্ট করলে ফেসবুক বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই অর্থে তাদের হাতে ২ মাসের চাউল দুই বস্ত্মা, আটা ১০ কেজি,ডাউল দুই পদের,লবন,চিরা মুড়ি,৩ লিটার সয়াবিন তেল,সব ধরনের মশলস্না,সব ধরনের কাচা বাজার, মাছ, মুরগী,ডিম,হুইল পাউডার,সাবান,শ্যাম্পু,নারিকেল তেল, সরিষার তেল সহ হাতে নগদটাকা পৌছে দেওয়া হয়। ২ মাসের বাজার পেয়ে ওই প্রতিবন্ধী পরিবারের সদস্যদের আনন্দের অশ্রম্ন ঝরে।

এই ব্যাপারে ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার বলেন, পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভিলেজ ভিশন বাংলাদেশ অনেক কাজ করে আসছে। আজও এই পরিবারটার জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। ওই প্রতিবন্ধী পরিবারেও উৎসব মুখর আনন্দের বন্যা দিয়ে আমাদেরকে ও সুখ পাখি( সামাজিক সংগঠন সিরাজগঞ্জ)কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর