রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটিয়া থানায় মানববন্ধন।

রিপোটারের / ২০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

এইচ এম আহমদ শোয়াইব,কক্সবাজার 

দেশে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটিয়া থানায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে করেছেন ইসলাী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পটিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেয়া উচিত হবে না।

তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামী প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।
দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে।

অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি আরিফুল ইসলাম।

তিনি বলেন , শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা হিসেবে অংকন করা হচ্ছে।
পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

মানববন্ধনে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলার সভাপতি মুহাম্মাদ আরাফাত হোসাইন, চট্টগ্রাম জেলা পূর্ব এর সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন আইমন, দা’ওয়া সম্পাদক মুরশিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আরামানুল্লাহ আরাফাত প্রমূখ। ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর