সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে উৎসবমুখর পরিবেশে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষকগঞ্জ বাজারে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই সম্মেলনের আয়োজন করে।
সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরুণ নেতা মোঃ মোবারক হোসেন এবং অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক সরকার।
সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পনির খাঁন, আ’লীগ নেতা মোঃ শরিফুল ইসলাম লিটন ও সলপ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী ও সুদক্ষ করে গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে আবারও ভোট দেওয়ার আহবান জানান বক্তারা। তারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী জামায়াত-বিএনপি’র বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় এনে উন্নত দেশে রূপান্তরিত করতে হবে আমাদের মাতৃভূমিকে।
সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী পতিদ্বন্দ্বিতা করে। উভয় পদে সমম্বয় না হওয়ার কারণে আগামী ৩ দিনের মধ্যে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটি ঘোষণা দিবেন বলে সম্মেলনের সমাপ্ত ঘোষণা করেন।