নীলফামারী ডিমলায় গভীর রাতে ডিমলা থানা পুলিশ ০৩ টি ভারতীয় গরু উদ্ধার করেছে। ডিমলা থানার এসআই (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি কয়েকজন চোরা-কারবারী সীমান্তবর্তী ভারত হইতে তিস্তা নদী হইয়া চোরাই পথে ভারতীয় গরু কালীগঞ্জ বাজারের দিকে নিয়ে আসে।
বিষয়টি আমি মোবাইল ফোনে অফিসার ইনচার্জ সাহেবকে অবগত করিয়া তাহার নির্দেশে সঙ্গীয় অফিসার, ফোর্স লইয়া পশ্চিম ছাতনাই শিরিজ তলা কাঁচা রাস্তা হইয়া পানি উন্নয়ন বোর্ডের কাঁচা রাস্তার উপর ০৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫.১০ ঘটিকার সময় পৌঁছামাত্রই চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় তিনটি আড়িয়া গরু রেখে পালিয়ে যায় । পালানোর সময় সঙ্গীয় অফিসার, ফোর্স চোরা-কারবারীদের আটক করার চেষ্টা করে।
চোরা-কারবারীদের আটক করা সম্ভব হয় নাই। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী, এসআই (নিরস্ত্র) প্রদীপ কুমার রায়, এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান, এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে চোরা-কারবারীরা পালিয়ে যায়। বর্তমানে উদ্ধার করা ৩টি গরু ডিমলা থানা হেফাজতে আছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান সংবাদকর্মীদের বলেন, ৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সীমান্তে চোরা-চালান রোধে বর্ডারগার্ডের (বিজিবি) সদস্যদের সর্বদা সর্তক থাকার আহবান জানান।