তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
সময়
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
১৩৭
বার দেখেছেন
তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ হলরম্নমে ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন গণ উন্নয়ন কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা অরবিন্দু বর্মন। তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও মানব পাচার সম্পর্কে, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, সংশিস্নষ্ট আইন ও আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতা, দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধির জন্য ওরিয়েন্টেশনটি করা হয়। এ অনুষ্ঠানের শুরম্নতে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক। এছাড়াও শিক্ষক, নিকাহ রেজিষ্টার, ইউপি সদস্য, সচিব, পিয়ার লিডার, শিক্ষার্থী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামীতে তার ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত করবেন এবং পাশাপাশি অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্ত্মবায়িত ইউএসএআইডির ফাইট স্স্নেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পার্সন (এফএসটিআইপি) এ্যাকটিভিটি প্রকল্পের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত প্রকল্পটি উইনরোক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম বাস্ত্মবায়ন করে আসছে।