নীলফামারীর ডিমলায় বিনামুল্যে কৃষকদের মাঝে বোরো হাইব্রীড ও উফশী জাতের ধানের উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার বিতরনের শুভ উদ্ভোধন করা হয়।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা কৃষি সমম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ নাজমুল হক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ ( ডোমার- ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আঃ খালেক, মোঃ ফরিদ হোসেন, মোঃ গোলাম ফারুক ও মোঃ মমিনুর রহমান।
এ সময় বক্তারা বলেন কৃষিই আমাদের প্রাণ তাই কৃষকদের এগিয়ে নিতে সরকারী ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিনামুল্যে সার, বীজ, কম খরচে উৎপাদন বৃদ্ধিতে ৫০% ভূতুর্কীতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ সার্বিক সহযোগিতা করে আসছে। দশটি ইউনিয়নের কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় বোরো হাইব্রীড ও উফশী জাতের ধানের উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২ কেজি হাইব্রীড ধান বীজ, ৫ কেজি উচ্চ ফলনশীল উফশী ধান বীজ , বিএডিসির ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি পটাশ (এমওপি) সার ও বীজ বিতরন করা হয় । ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা রবি মৌসুমে প্রণোদনার বিনামুল্যে বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি।
এসময় বালাপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ জানান উপজেলা কৃষি সমম্প্রসারন অধিদপ্তররের সহযোগিতায় কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী জানান গত বছর বোরো ধানের ফলন আশানুরূপ ভালো ও ন্যার্য মুল্য পাওয়ায় এবারে বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। রবি মৌসুমে চাষাবাদের বিষয়ে আমরা কৃষকদের দোড় গোড়ায় পরামর্শ দিচ্ছি। এছাড়াও মাঠ পর্যায়ে ও যেকোনো পরামর্শের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তাগন নিরলস ভাবে কাজ করছে।