রাজশাহী বাঘা পৌরসভার নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবার (১০ ডিসেম্বর) ৩ জন মেয়র ও ৩ জন কাউন্সিলর প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে করে নিয়েছেন মেয়র পদে বর্তমান মেয়র আবদুর রাজ্জাক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা জামায়াতের আমির আব্দুল নুহু। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রোকুনুজ্জান মিঠু।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী ইসরাফ্রিল হোসেন।
এছাড়া সংরক্ষিত নারী আসনে ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবুল হোসেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯ । এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ ও নারী ১৫ হাজার ৮৫৭ জন। ইভিএমের মাধ্যমে ১১টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর।