সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা করা হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরম্নমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে আন্ত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়”সবার মাঝে ঐক্য গড়ি- নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই শেস্নাগান সামনে নিয়ে আন্ত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরম্নজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,কৃষি অফিসার আল মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।