নীলফামারীর ডিমলায় নবান্নের উৎসব কাটতে না কাটতেই উপজেলার স্থানীয় কৃষকেরা ইরি-বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকায় উপজেলার দশটি ইউনিয়নের কৃষকেরা স্থানীয় হাট-বাজার থেকে বিভিন্ন কোম্পানীর হাইব্রীড ও দেশীয় উদ্ভাবনী বিভিন্ন জাতের ধানবীজ ক্রয় করে বীজ বপনের জন্য বীজতলা তৈরী করছে। আবার অনেকে বীজ জমিতে ফেলে পরিচর্যা শুরু করছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার মধ্যম সুন্দর খাতা গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, শ্রমিক, সার ও ডিজেলের দাম বেশী ।
স্থানীয় কৃষক ওয়াজেদ আলী জানান, আগামী বোরো মৌসুমে জমিতে হালচাষ করে সময়মত ধান রোপন, সার ও কীটনাশক দিতে পারলে এবং সঠিক পরিচর্যা করতে পারলে ইরি-বোরো ধানের আবাদ ভালো হবে। প্রতি বিঘায় এবারে বোরো ধান চাষে হালচাষ, রোপন, নিড়ানী, সার, কীটনাশক, সেচমুল্য সহ ধান কাটার জন্য বাড়তি খরচ গুনতে হবে। বর্তমানে শ্রমিকের দাম বেশি। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ সেকেন্দার আলী জানান, বর্তমানে আবহাওয়া অনুকুল থাকায় বোরো ধানের বীজতলায় রোগ বালাই কম হবে। তবে কৃষকদের নিজ নিজ বীজতলা সঠিক ভাবে পরির্চযা নিতে পরামর্শ দেন।