সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরারচর গ্রামে আলহাজ্ব মজিবর রহমানের (৮০) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে চোর দল ঘরে ঢুকে আলমারি ভেঙে ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মুজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল গত ২৫ নভেম্বর (শুক্রবার) বেলকুচি থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মজিবর রহমানের ছেলে মাহমুদুর রহমান আপেল জানান, চাকরির সুবাদে আমরা তিন ভাই বেলকুচির বাহিরে থাকি। উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিরার চর গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা ও মা থাকে। গত বৃহস্পতিবার রাতে একদল চোর ৩টি রুমের আলমারি ভেঙে ফেলে। আলমারিতে থাকা ১২.৫ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, চুরির ঘটনায় সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা চোরদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের কাজ চালাচ্ছি।