শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় সন্ত্রাসীদের আগুনে বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানঘর পুরে ছাই।

রিপোটারের / ১৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসীদের পেট্রোলের আগুনে আওয়ামীলীগ নেতার ছোট ভাই আজিজুল হকের বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের আজিজুল হকের বাড়িতে।

সন্ত্রাসীদের আগুনে ব্যবসায়ীর বসতবাড়ি ও দুই লক্ষাধিক টাকার মালামালসহ দোকানঘর পুরে গেছে। এ বিষয়ে আজিজুল হক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়,বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের মৃত নওয়াব আলী মণ্ডলের ছেলে মোঃআজিজুল হকের সঙ্গে একই গ্রামের তোরাব আলী গং এর জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে তোরাব আলীর ছেলে মোঃখোরশেদ আলী ( ৪০),মোঃ খলিল (৩০), আক্কাস আলীর ছেলে মোঃ এরশাদ আলী (৩৫),মোঃ আলতাফ হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৬), মোঃ আনসার আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম গং ১৯-১১-২০২২ ইং তারিখ বিকেল সাড়ে ৪ টার সময় আমার বসতবাড়ি সংলগ্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে এসে আমাকে সহ পরিবার পরিজনদের মারপিট ও প্রাণনাশের হুমকি সহ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে শাসিয়ে যায়।

উল্লেখিত তারিখে মধ্যরাতে খোরশেদ,এরশাদ আলী,খলিল,আলাউদ্দিন,সাইফুলসহ বেশ ক’জন সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠান দোকান ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।এতে দোকান ও গোয়াল ঘরে পুরে যায়।

বড় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিএসসি জানান, আজিজুল হক প্রতিদিনের মতো দোকানঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ঘটনার দিন মধ্যরাতে খোরশেদ আলী গংরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন লাগার বিষয়টি আজিজুলের স্ত্রী আফরোজা খাতুন টের পেয়ে চিৎকার শুরু করেন।এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আজিজুলের দোকানে থাকা মূল্যবান ফ্রিজ,টিভি, ফ্যান,নগদ টাকাসহ দোকানের দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। দোকানঘর সংলগ্ন গোয়াল ঘরের এককাংশ পুড়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান এ ব্যাপারে আজিজুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে।পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর