মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান লতিফ বিশ্বাসকে সংবর্ধনা।

রিপোটারের / ১৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা পরিষদে দ্বিতীয় বারের মত নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসকে সংবর্ধনা গন সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি শপথ গ্রহন শেষে শুক্রবার সকালে ঢাকা হতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আসলে মোটর সাইকেল শোভাযাত্রা করে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আনা হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা শেষে চেয়াম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু স্কায়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জিবিত একজন মানুষ। যতদিন বেঁচে থাকবো তার নীতি আদর্শ নিয়ে মানুষ ও দেশের জন্য কাজ করে যাবো। জনগন আমাকে যে ভালবাসা দিয়েছে তাদের কাছে আমি চির ঋনি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার-বার আমাকে সম্মানের আসনে মর্যাদা দেয়ায় তার প্রতি চির কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর