রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।

রিপোটারের / ১৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

রাজশাহী বাঘা প্রতিনিধি

রাজশাহী বাঘায় ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের ভোটে পরিচালনা কমিটির নির্বাচন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত অভিভাবকদের সরাসরি ভোটে এই স্কুল পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয় ।

স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে একজন অভিভাবক সদস্য ৪টি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটির সদস্য নির্বাচন করেন। । উক্ত কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তাঁদের মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন।  বিজয়ীরা হলেন মো:  সান্টু আলী ৬৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন ও   রাশিদুল ইসলাম ৬৪ ভোট, মহিন উদ্দিন ৬৩ ভোট, এবং ইসাহক আলী ৬২ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।  অপর চারজন প্রার্থী হলেন মিন্টু সম্রাট ৫৯ ভোট, কামরুল হক ৫৮ ভোট,মাজেরুল ইসলাম ৫৩ ভোট এবং সুলতান শেখ ৫১ ভোট  পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাহামুদুর রহমান খান।
যানা যায়, ফতেপুর বাউসা উচ্চ বিদ্যালয়ের মোট অভিভাবকদের ভোটার সংখ্যা ১৩৮ জন। তার মধ্যে ১২৬ ভোট কাস্ট হয়েছে । এর মাঝে নষ্ট হয়েছে ৫ ভোট।
উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান,৫ নং বাউসা ইউনিয়নের ইউপি সদস্য মহাসিন আলী, সাধারণ সম্পাদক, ৫ নং বাউসা ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ  আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর