মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

নাগরপুরে চাচাতো ভাইকে খুন।

মোঃ আব্দুল্লাহ খিজির নাগরপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি। / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

নাগরপুরে চাচাতো ভাইকে খুন


টাঙ্গাইলের নাগরপুরে কলেজ ছাত্র আরিফ মিয়া (২১) নিখোঁজ হওয়ার ১১ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন। আরিফ নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মোঃ হোসেন মিয়ার ছেলে। আরিফ টাংগাইলের কাগমারী সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র। দুই দিন পেরিয়ে গেলেও আরিফের কোনো সন্ধান না পেয়ে ১০ আগস্ট নাগরপুর থানায় নিহতের চাচা মো. হাসান মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, গত ৮ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের সঙ্গে বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বের হয়ে যান। ওই দিন বিকেলে জাহাঙ্গীর একা বাড়ি ফিরে আসেন। এসময় বাড়ির লোকজন জাহাঙ্গীরের কাছে আরিফের কথা জানতে চাইলে বিভিন্ন টালবাহানা করে একেক সময় একেক তথ্য দিয়ে পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এসময় ওসি সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকালে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মানিকগঞ্জ থানা পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জাহাঙ্গীর হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর