রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টারঃ / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ আগস্ট  দুপুরে পৌর শহরের ফুডপার্ক রেষ্টুরেন্টের হলরুমে নির্বাচনে অংশ গ্রহনকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদপ্রার্থী বাবু রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মৃণাল কান্তি দাস, নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য অশোক কুমার রায়, তপন কুমার সাহা, সৌরেন্দনাথ সরকার, বিশ্বজিৎ রায়, সুধারাম সাহা প্রমুখ।

সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, ২৩ জুলাই -২০২২ উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনাকাঙ্ক্ষিত ও গঠনতন্ত্র বর্হিভুত নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। গঠনতন্ত্র বর্হিভুত মুল কমিটির সদস্য ব্যতীতও বহিরাগতরা স্থান পায় এই কমিটিতে। এটা গঠনতন্ত্র পরিপন্থী।

তারা আরো অভিযোগ করে জানান, গঠনতন্ত্র মোতাবেক সম্মলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য ও প্রতিটি ইউনিয়ন কমিটি থেকে ৭ জন করে ভোটার ভোট প্রয়োগের কথা থাকলেও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছামতে ভোটার তালিকা প্রণয়ন করে সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত করে।

সম্মেলনের আহবায়ক গৌতম দত্ত জানান, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লাপাড়ায় একটি মহলকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রমুলক এই নির্বাচন উপহার দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর