উল্লাপাড়ায় মহারমের সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৭।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে মোহারমের (আশুরা) দিন সিন্নি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ নারী ও ৪ জন পুরুষ আহত ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
জানা যায় বড়জুমলা গ্রামের মোঃ আউয়াল প্রামানিক নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে মোহারম মাসে তার পীরের নামে দোওয়া ও মিলাদ মাহফিল করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।ইস্বানিত হয়ে গ্রামের কিছু অসাধু লোক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বাধা প্রয়োগ করে । এক পর্যায় গ্রামের কিছু অসাধু মাতবর মোঃ আউয়াল প্রামামিক ও তার পরিবারকে একঘরে (ঠেকি) করে রেখেছেন।
এদিকে মোহারম উপলক্ষে আউয়াল প্রামানিক ৯ মোহারম গ্রামের ও পাশের গ্রামের কিছু লোকজনকে দোওয়া ও মিলাদ মাহফিলে দাওয়াত করেন। ১০ মহারম দুপুর থেকে শুরু হয় সিন্নি রান্নার প্রস্তুতি।
এমতাবস্থায় ৯ অগোষ্ট (মহারমের দিন) বিকেল ৩ টার সময় গ্রামের কিছু অসাধু লোকজন আউয়ালের বাড়িতে এসে সিন্নি রান্নার সরঞ্জামাদি নষ্ট করে দেয় এবং তার পরিবারের লোকজন ও দাওয়াতে আসা আত্মীয় স্বজনের উপর অতর্কিত হামলা চালায়।
এতে তার বাড়ি ঘর ভাংচুরসহ পরিবারের ৭ জন সদস্য আহত হয় এবং তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আউয়াল প্রামানিক বাদি হয়ে উল্লাপাড়া মডেল থানায় ৯ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।