শিরোনাম
মাধবপুরে শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত কৃষক প্রাণেশের ঠোঁট। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা মুহাম্মদ নুরুজ্জামান লিটন। মাধবপুরে ঈদের দিন স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী নাজমুল গ্রেপ্তার। উল্লাপাড়ায় ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১১। দারুল ক্বিরাআত প্রতিযোগিতায় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে প্রথম পুরস্কার পেল শিশু হালিমা। বিএনপি নেতা লোকমানসহ ৫০ জনের নামে চাঁদাবাজি মামলা,গ্রেফতার-৪১। পবিত্র মাহে রমজান উপলক্ষে ডিমলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন নিজাম খাঁনের বাবা-মার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল। মাধবপুরে ওয়াচ টাওয়ার পরিদর্শনে জেলা  পুলিশ সুপার।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আদিবাসী দিবস পালন।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ৬৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

 শ্রীমঙ্গলে আদিবাসী দিবস পালন।

আমরা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই, উপজাতি নয় আমরা আদিবাসী, সরকারি চাকুরীতে আদিবাসী কোটা পূনর্বহাল করতে হবে, উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ বন্ধ করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন  দাবী নিয়ে
 শ্রীমঙ্গলে আন্তর্জাতিক আদিবাসী দিবস  পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগষ্ট) শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর আয়োজনে ” ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা ” শীর্ষক র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর সভাপতি জনক দেববর্মা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দেববর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্রাচার্য,সেন্ট জোসেফ গীর্জা’র পাল পুরোহিত  নিকোলাস বাড়ৈ সিএসসি,খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক  এলিসন সুঙ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, খ্রীষ্টান এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডমিনিক সরকার রনি, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন দেববর্মাসহ আদিবাসী জনগোষ্ঠীর খাসি, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মুন্ডা ও চা জনগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসে যে সকল দাবি তুলে ধরা হয়েছে সেগুলো পর্যালোচনা করে রাষ্ট্রের সুরক্ষা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বর্তমান সরকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আমরা সেগুলো বাস্তবায়ন করছি।
আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের নিজস্ব সংস্কৃতির গান ও নৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর