মাধবপুরে ৪ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু” স্বামী আটক ।
হবিগঞ্জের মাধবপুরে কাজী নেভী (৩৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় স্বামীকে জনতার সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী বখতিয়ার খানকে (৪৫) সোমবার গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে। বখতিয়ার খান চুনারুঘাট উপজলার হাইতন গ্রামের মৃত আতর আলী খানের ছেলে।
এ ঘটনায় সোমবার সকালে নিহত চার সন্তানের জননী কাজী নেভী আক্তারের পিতা কাজী ইলিয়াস বাদী হয়ে জামাতা বখতিয়ার খানকে প্রধান আসামী করে একটি মামলা করেছেন।
কাজী ইলিয়াস খান জানান, প্রায় ১৫ বছর আগে বখতিয়ার খানের সঙ্গে নেভী আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামী বখতিয়ার যৌতুকের টাকা চেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ১ম স্ত্রী কাজী নেভী আক্তারকে রেখে বখতিয়ার একাধিক বিয়ে করে। একাধিক বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায় গত ১৬ জুলাই সকাল মাধবপুর উপজেলার আদিউড়া গ্রামে বাবার বাড়িতে কাজী নেভী আক্তারকে তাড়িয়ে দেয়। দুপুরে বখতিয়ার আদিউড়া এসে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় কাজী নেভী আক্তারকে একটি আবদ্ধ ঘরে শাসরুদ্ধ করে হত্যা পর লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযাগে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।