মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

তাড়াশে পূর্ব শক্রতার জেরে মেয়ের জামাইয়ের উপর সন্ত্রাসী হামলা-আহত ৩।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ১৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

তাড়াশে পূর্ব শক্রতার জেরে মেয়ের জামাইয়ের উপর সন্ত্রাসী হামলা-আহত ৩।


সিরাজগঞ্জের তাড়াশে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় মেয়ে,মেয়ের জামাইসহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের সাচানদিঘী গ্রামে।

এ বিষয়ে ১৭ জুলাই রবিবার বিকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে রহিজ উদ্দিন। অভিযোগ সূত্রে ও রহিজ উদ্দিনের নিকট জানা গেছে গত ১৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের মৃত ছায়াত আলীর ছেলে সাইদুর রহমান গং এর সন্ত্রাসী বাহিনী দল আমার বাড়িতে এসে জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার মেয়েদের সাথে কথা কাটা-কাটি করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে আসলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি গালিগালাজ করতে নিষেধ করলে সাইদুর গং বাহিনী রাগান্বিত হয়ে আমাকে লাঠি-শোটা নিয়ে মারার জন্য তেরে আসলে আমার মেয়ে ও মেয়ের জামাই বাঁধা দিতে যায়।

এমন সময় তারা আমাকে এলোপাতারি ভাবে মারধর করে ও আমার মেয়ে মোছাঃ লিপি খাতুন (৩৭)কে সাইদুর রহমান দেশীয় অস্ত্র (কাঁচি) দিয়ে মাথায় ও নাকের ওপর কোঁপ দিয়ে আহত করে । আমার নাতি মোঃ লিমন হোসেন (১৮)কে মোজদার হোসেন নাকে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে ও আমাকেসহ আমার পরিবারের সকল সদস্যগণকে বিভিন্ন প্রকার ভয়ভীতি,প্রাণনাশের হুমকি প্রদান করে।তাই আমার ও আমার পরিবারের সদস্যদের জানের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর