পবিত্র হজ্ব পালন শেষে দেশে ফিরছেন মস্তাক আহমদ।
পবিত্র হজ্ব পালন শেষে আজ দেশে ফিরছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। গত ২৯ জুন রাতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলেন মস্তাক আহমদ পলাশ।
তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১২ টার (বাংলাদেশ সময় রাত ৩টার) ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন মস্তাক আহমদ পলাশ।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি ও কিছু সময় সেখানে বিশ্রাম নিবেন বলে জানা যায় । ঢাকা থেকে আভ্যন্তরিন ফ্লাইটে সিলেটের এম এ জি ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি আল্লাহ যেন সহিসালামতে দেশে পৌঁছে দেন।
এর আগে জানা যায় গত ২৯ জুন পবিত্র হজ্জ্ব পালনে সৌদি আরবে যান তিনি। হজ্বের আনুষ্টানিকতা শেষ করেই দেশটির অন্যতম প্রসিদ্ধ শহর হাফার আল বাতিনে অবস্থানরত প্রবাসীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সৌদি এয়ারলাইন্সের আভ্যন্তরিন ফ্লাইটে বিমানবন্দরে পৌছলে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান সেখানকার নেতৃবৃন্দ। পরে হাফার আল বাতিনে অবস্থানরত নেৃতৃবৃন্দ অনুষ্টানের মাধ্যমে তাঁকে সংবর্ধনা প্রদান করেন।
তিনি সেখানকার প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সে বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি চলে যান জেদ্দা প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে। সেখানে ও অবস্থানরত প্রবাসী নেতৃবৃন্দরা বিভিন্ন ব্যানারে তাঁকে সংবর্ধনা প্রদান করেন। সৌদিআরবে অবস্থানকালে প্রবাসীদের ভালোবাসা এবং তাদের আতিথিয়তায় মুগ্ধ হলেন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।