লক্ষ্মীপুরের নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনার চরে আটকা কনকচাপা ফেরি।
লক্ষ্মীপুর জেলাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মালবাহী ট্রাকসহ ফেরি কনকচাপা মেঘনা নদীর চরে উঠে আটকা পড়েছে। শনিবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধাকিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১ টার দিকে ফেরিতে থাকা বাবুর্চি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অন্যের পরিবর্তে বাবুর্চির দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরি কনকচাপা মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘাট থেকে আধাকিলোমিটার দূরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনা নদীর জেগে উঠা চরে উঠে আটকা পড়ে। একপর্যায়ে ফেরিটি একপাশ নদীর দিকে হেলে পড়ে। তাৎক্ষণিক ঘাট থেকে ফেরি কদম এনে আটকা পড়া কনকচাপাকে হেলান দিয়ে রাখা হয়েছে। তবে ফেরিতে কোন যাত্রী নেই।
মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ঘটনাটি আমার জানা নেই। খবর নেওয়া হবে