মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা।

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ৯০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা।


সিরাজগঞ্জ-৫ নির্বাচনী এলাকার বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর থানা একত্রিত হয়ে কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন বেলকুচি উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করেন। প্রতিবাদে পদ বঞ্চিত ৩ থানার বিএনপি নেতাকর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শেরনগর গ্রামে বিএনপি নেতা গোলাম মওলা খাঁন বাবলুর বাসভবনে বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাবা মাহফুজা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব,জাহিদুল ইসলাম মোল্লা।

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম আজমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,এনায়েতপুর থানা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম,এনায়েতপুর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মীর জাহাঙ্গীর হোসেন,বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম,সাবেক যুগ্ম আহবায়ক আবু খালিদ রাজ্জাক,মোশারফ হোসেন,পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম,সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান,সাবেক ভি পি মোকলেছুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা আলীম কর্তৃক সুপারিশকৃত গঠনতন্ত্র পরিপন্থী আহবায়ক কমিটির বাতিল করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করার জন্য কেন্দ্রীয় বিএনপির’ হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর