আষাঢ় মাস শেষ হতে চললো বৃষ্টি নেই ডিমলায়
আষাঢ় মাস শেষ চললেও আকাশের বৃষ্টি নেই নীলফামারী ডিমলা উপজেলা সহ আশপাশের অন্যান্য উপজেলায় । কদিন ধরে প্রখর রোদের তাপ আর ভ্যাপসা গরমে দূশ্চিন্তায় পড়েছে সাধারণ জনগন। এতে শিশু সহ বৃদ্ধ-বৃদ্ধারা বেশি অসুস্থ্য হয়ে পড়ছে। তাপ প্রবাহের কারনে সৃষ্ট ভ্যাপসা গরম ও গড় তাপমাত্রা বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে এলাকা ভেদে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠেছে। নদী-নালা খাল বিল শুকিয়ে গেছে। আকাশের বৃষ্টি না হলে বেশির ভাগ বিপদে পরবেন এ এলাকার কৃষকেরা।
উপজেলার দুপাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, বুড়িতিস্তা নদী, নাউতারা নদীসহ ছোট ছোট জলাশয়। প্রতিবছর আষাঢ় মাসে বর্ষায় ছোট বড় বয়ে যাওয়া নদীগুলো দু-কুল প্লাবিত করে আশপাশের জমিগুলোকে প্লাবিত করে। কিন্তু আষাঢ় শেষ হলেও নদ-নদীতে পানি নেই। উপজেলা কৃষকেরা প্রখর রোদের তাপ সহ্য করতে না পেরে আকাশের পানে তাকিয়ে আছে । একটু মেঘ দেখলেই আশাবাদী কিন্তু আকাশে বৃষ্টি নেই।