টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।
ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাট পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বৃহস্পতিবার ( ৭ জুলাই) সন্ধ্যায় হাট পরিদর্শনকালে পশুর হাট ঘুরে দেখেন এবং পশুর ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় গরুর হাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ হাট এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে হাট ইজারাদার, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন। তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
হাট পরিদর্শনকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, টাঙ্গাইলে ছোট বড় ১০৩ টি গরুর হাট রয়েছে। হাট গুলোর মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী হাট। এই হাটকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এই হাট থেকে বেশি সংখ্যক পশু বিক্রি হয়। আমি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। হাটের সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, আমরা হাটের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করেছি। হাটে যাতে মলমপার্টি ও অজ্ঞান পার্টি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কোন তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মোহাম্মদ শরিফুল হক, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।