ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে নগদ অর্থ বিতরণ।
পাগাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কখনও কারো পক্ষে পোষিয়ে নেয়া সম্ভব নয়। বন্যা আসার পর কয়েক লাখ মানুষ যখন পানিবন্দি ও নিরাপদ আশ্রয়ে ঠাঁই হয় তখন খাদ্যসহ বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়।
এসময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠন এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি কমার সাথে সাথে মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে।
এবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখা। প্রথম বারের মতো এ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণী উপলক্ষে( গত ০৮জুলাই)শুক্রবার বিকেলে উপজেলার বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাস্টার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর ইউআরসি মোস্তফা আহসান হাবীব।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা আবদুস সামাদ, শিক্ষক কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক প্রধান শিক্ষক মানিক মিয়া, প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, বিপ্লব দাশ, আবদুল বাছিত, আলমগীর হোসেন, মোজাম্মেল আলী, রেজ্জাদ আহমদ, আলকাছ আলী, আবদুস সহিদ, আবদুর রব, আলা উদ্দিন, আবদুল করিম, আসকর আলী, রহিমা বেগম, ফারজানা বেগম, রাজিয়া শিরিন, ফাতেমা বেগম, রুকেয়া বেগম, সাফিয়া বেগম ও আছমা বেগম খাঁন প্রমুখ।
সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় সকল শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।